
নূর মোহাম্মদ জয় টাইম বাংলা টিভি
নবীনগর পৌরসভা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক পরামর্শ সভা আজ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির আহবায়ক পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। সভায় করোনা ভাইরাসের কারণে যারা ঘর থেকে বের হয়ে কাজে যেতে পারছ না এমন অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষ তাদের পরিবারের শিশুদের জন্য খাবার বিতরণের কার্যক্রমসহ’ ঘরে থাকবো নিরাপদে থাকবো’ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়।এসময় প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিউলি রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা বেগম, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শামসুল হুদা, ডাক্তার আহমেদ হোসেন ফুল মিয়া মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম লালু, মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লিটন, সাংবাদিক সঞ্জয় সাহা, শ্যামাপ্রসাদ চক্রবর্তীর সামাল, জালাল উদ্দিন মনির, প্রমুখ।